কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মৎস্য সপ্তাহ উপলক্ষে চকরিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চকরিয়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেনজির আহমেদ বলেন, মৎস্য চাষে বিপ্লব ঘটাতে সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন ও জনগণকে সচেতন করার পাশাপাশি উন্নত এবং দেশীয় প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ করছে। ইতোমধ্যে সীমিত জায়গায় বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।

এ পদ্ধতি অবলম্বন করে অল্প পুঁজিতে মাছ চাষ বেকারত্ব দূরকরণে সহায়ক হচ্ছে।
তিনি আরও বলেন, চকরিয়ার উপকূলীয় এলাকায় ৭ হাজার একর চিংড়ি ঘের রয়েছে। এসব ঘেরে বাগদা-চিংড়ির পরিবর্তে চাষ করা যায় এমন নতুন এক প্রজাতির চিংড়ি মাছ ‘ভেনামি’ পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। এটি সফল হলে অধিক উৎপাদনশীল এই চিংড়ি মাছ চাষে বৈদেশিক মুদ্রার পাশাপাশি চাষিরা লাভবান হবে।

আজকের মতবিনিময় সভায় সাংবাদিকের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার এ জেড এম মোছাদ্দেকুল ইসলাম ও এফ এ মো. সায়েফ উল্লাহ।

পাঠকের মতামত: