কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস; ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জয় পেয়েছেন জো বাইডেন। এই জয়ে তিনি ম্যাজিক ফিগার ২৭০ ছাড়িয়ে গেলেন। এখন তাঁর মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪। সিএনএন আভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। এছাড়াও তিনি দেশটির প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও হবেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্টও হবেন তিনি। ২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়া থেকে সিনেটে প্রতিনিধিত্ব করে আসছেন হ্যারিস। জ্যামাইকান বাবা ও ভারতীয় অভিবাসী মায়ের সন্তান তিনি। কৃষ্ণাঙ্গ ব্যাপটিস্ট চার্চ আর হিন্দু মন্দিরে যাতায়াত করে বেড়ে উঠেছেন তিনি। পেনসিলভানিয়ায় সর্বশেষ ব্যালট গণনা শেষ হলে ট্রাম্পের চেয়ে ৩০ হাজার ভোটে এগিয়ে যান বাইডেন। আর এতেই তাকে জয়ী ঘোষণা করে সিএনএন। এদিকে, এরইমধ্যে সরকার গঠনের কাজ শুরু করেছেন জো বাইডেন। নতুন সরকার গঠনের বিষয়ে তার উপদেষ্টামণ্ডলীর সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। করোনা মোকাবিলা বিষয়ক টিম বা টাস্কফোর্স কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও আলোচনা শুরু করেছেন বাইডেন ও তার পরামর্শকরা।

পাঠকের মতামত: