কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রাঙামাটিতে ৪ করোনা রোগীর ২টি রিপোর্ট নেগেটিভ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি::

রাঙামাটিতে আক্রান্ত চার করোনা রোগীর পুনরায় পরীক্ষায় দু’টির রিপোর্ট নেগেটিভ এসেছে। রোববার (১০ মে) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল।

ডা: মোস্তফা কামাল বলেন, আমরা আজ দু’টি রিপোর্ট হাতে পেয়েছি। এর মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের স্টাফ নার্স এবং হাসপাতাল এলাকাস্থ মোল্লাপাড়ার পঞ্চাশোর্দ্ধ বাসিন্দা।

তিনি আরো জানান, করোনা আক্রান্ত পুনরায় পাঠানো আমাদের হাতে আর মাত্র দু’টি রিপোর্ট পাওয়া বাকী আছে।

গত ৬ মে রাঙামাটতিে চারজনের করোনারোগী শনাক্ত করা হয়। চট্টগ্রাম ভেটেরেনারী ও এ্যানিমেন্স সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরিক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মোহাম্মদ শাহরিয়ার কবির।

পাঠকের মতামত: