কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুতে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

জাহেদ হাসান::

কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে পুলিশ কক্সবাজার টেকনাফ মহাসড়কে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল করে ইয়াবা পাচারকালে ৮ শত পিস ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করে।

রবিবার (৩১ মে) রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার -টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে কক্সবাজার গামী টিভিএস আরটিআর রেজিঃ নং-কুমিল্লা-ল-১২-১২৮৯ মোটরসাইকেলটি তল্লাশী করে ব্যাটারির ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৮০০ পিচ ইয়াবা উদ্ধার সহ পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

আসামী মোঃ আব্দুল আউয়াল (২৭), পিতা- মৃত ইদ্রিস মিয়া,সাং-দ্বেবীপুর,থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাক।

রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ আবু আব্দুল্লাহ মুঠোফোনে জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে এবং মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।

পাঠকের মতামত: