কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রামুতে ক্যান-বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ২২৫ ক্যান-বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টায় দক্ষিণ মিঠাছড়ি ইউপির হোপ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিনহাজুল আবেদীন নয়ন (১৯) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাংমনিরঘোনার জাকারিয়ার ছেলে।

র‌্যাবের কক্সবাজার শাখার সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী পূর্বকোণকে বলেন, হোপ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে ২২৫ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা এক যুবক পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার নয়ন ও পলাতক ওই যুবক মিলে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলাজুড়ে মাদক বিক্রয় করে আসছিল। অবশেষে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: