কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুর গর্জনীয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল কাচিখোলা গ্রামে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।সে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিঝ বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ য় শ্রেনীর ছাত্র জুনাইদুল করিম (৮) পিঃ:মোঃ হোছন বলে জানা যায়। তবে মোঃ হোছন গর্জনিয়ার কাচিখোলা স্থায়ী ভাবে বসবাস করলেও সে বাইশারী ইউনিয়নের ভোটার বলে তিনি জানান।

ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল শনিবার দুপুর দেড়টার দিকে বাইশারী ও গর্জনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ফারিখাল নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী মৃত শিশুটির বড় ভাই মোঃ সাঈদী জানান, আনুমানিক দুপুর ১টার দিকে তার ছোট ভাই সহ গ্রামের আরো শিশুদের সাথে বাড়ীর পার্শ্ববর্তী খালে গোসল করতে যায়। গোসল শেষে তার ছোট ভাই জুনাইদুল করিম কে খুজে না পেয়ে বাড়ীতে মা বাবাকে জানালে দ্রুত খালে গিয়ে দেখতে পায় শিশু সন্তানের লাশ পানিতে ভেসে রয়েছে।

ঐ সময় এলাকার আরো লোকজন পানিতে নেমে শিশুটি উদ্বার করে।
খবর পেয়ে পার্শ্ববর্তী বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ লিয়াকত আলী সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

এছাড়া খবর পেয়ে গর্জনিয়া পুলিশ ফাড়ীর এ এস আই মন্জুর সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।

গর্জনিয়া পুলিশ ফাড়ির উপ পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

পাঠকের মতামত: