কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে ক্ষতিগ্রস্ত ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে তার।

এদিকে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটি।

এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি এনজিওর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ঘর নির্মাণের সরঞ্জাম দেয়া হচ্ছে। সোমবার বিকেলে উখিয়ার বালুখালী ক্যাম্পে আগুন লাগে।

এতে নারী ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় দুই হাজার মানুষ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আগুনে পুড়ে গেছে চারটি ক্যাম্পের অন্তত ১০ হাজার ঘর।

পাঠকের মতামত: