কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

‘রোহিঙ্গা গণহত্যায় দায়ীদের বিরুদ্বে এখনো কোনো ব্যবস্থা নেয়নি মিয়ানমার’

রাখাইনে গণহত্যার মুখে রোহিঙ্গাদের দেশত্যাগের ৩ বছর পেরিয়ে গেলেও, এখনও দায়ীদের বিরুদ্বে কোনো ব্যবস্থা নেয়নি মিয়ানমার সরকার।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৪৫তম সেশনে এ কথা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

মিয়ানমারের পরিস্থিতিও তুলে ধরে, UNHCR প্রধান জানান, রাখাইনে বেসামরিক নাগরিকদের গুম, বিচারবহির্ভূত হত্যা, গণগ্রেপ্তার এবং আটকাবস্থায় প্রাণহানি বাড়ছে। প্রত্যক্ষদর্শী ও স্যাটেলাইট চিত্রে রাখাইনের উত্তরাঞ্চলে সম্প্রতি পুড়িয়ে দেয়ার আলামত মিলেছে। কিছু ক্ষেত্রে সেনাবাহিনী নির্বিচারে হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল। সেনাবাহিনীর কর্মকাণ্ড উদ্বেগজনক উল্লেখ করে, স্বাধীন তদন্তের আহ্বান জানান।

আগামী নির্বাচনে রোহিঙ্গাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হতে পারে বলে উদ্বেগ জানান মিশেল ব্যাচেলেট।

পাঠকের মতামত: