কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রোহিঙ্গা শিবিরে অপহৃত ভিকটিম উদ্ধার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা। কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘আজ বুধবার বেলা ১১টার দিকে টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একই ক্যাম্পের ব্লক-বি/৯ এর বাসিন্দা মো. আবুল নাসেরকে (২৭) অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, ‘অভিযোগের ভিত্তিতে অপহৃত রোহাঙ্গা ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে একদল অজ্ঞাত দূবৃর্ত্ত দল তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অপহৃতকে উদ্ধারের জন্য জানানো হলে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে সুস্থভাবে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন

পাঠকের মতামত: