কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

লোহাগাড়ায় আরও এক করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকাফেরত আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি হলেন মো. জাহাঙ্গীর আলম (২৭)। তাঁর বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকায়। এ নিয়ে লোহাগাড়ায় এ পর্যন্ত ১৮৮ জনের নমুনা পরীক্ষায় দুজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেল।

সোমবার (৪ মে) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হতে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা গেছে। সোমবার রাত ১২ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

সোমবার (৪ মে) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হতে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা গেছে। সোমবার রাত ১২ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

জানা যায়, করোনা আক্রান্ত যুবক জাহাঙ্গীর আলম ঢাকায় অবস্থানকালে প্রচন্ড সর্দি-জ্বর, কাঁশি ও গলাব্যাথায় ভূগলে গত ২৩ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দু’দিন পর ২৫ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে করোনা নেগেটিভ আসে। গত ২৭ এপ্রিল মধ্যরাতে ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সযোগে লোহাগাড়ার পদুয়াস্থ নিজবাড়িতে ফিরেন। তার বাড়িতে ফেরার বিষয়টি প্রশাসন অবগত হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে গত ২৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়।এক সপ্তাহ পর সোমবার রাতে বিআইটিআইডি হতে প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

উল্ল্যখ্য, লোহাগাড়ায় গত ১ মে ( শুক্রবার) রাতে এক স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত হয়। এই নিয়ে এই উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২জন।

পাঠকের মতামত: