কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবা নিয়ে টেকনাফের নুরু ও কাউছারসহ আটক ৩

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এসব মাদকদ্রব্য জব্দ ও তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ দক্ষিণ হৃীলা লেদা পশ্চিমপাড়ার নুরু (২০), মহেশখালী মাতারবাড়ি মাইজপাড়ার  কাউছার (২৭) ও চট্টগ্রাম ভূজপুর সেতছড়া এলাকার জাহাঙ্গীর আলম (২৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে তিনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই যুযুৎসু যশ চাকমা ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালায়। এ সময় তারা চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে এসব ইয়াবা জব্দ করে। সেইসঙ্গে এ মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।

জব্দকৃত এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে দুটি মামলা করা হয়েছে। আজ সকালে তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।

পাঠকের মতামত: