কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

‘শিক্ষার্থীরা মানলেও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মানছেন না’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাভবকরা সেটা মানছেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমাদের আরও সচেতন হতে হবে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে। টিকা দেওয়া শেষে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে উপাচার্যদের।

তিনি বলেন, সংক্রমণের হার কমে আসলে সব ক্লাসই নেওয়া যাবে। তবে হার যদি বেড়ে যায় তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরিদর্শন করেন তিনি।

পাঠকের মতামত: