কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শীতকালে স্টাইলিশ জ্যাকেট বা সোয়েটার

অনেকের উলের তৈরি সোয়েটার বা জ্যাকেট পরলে র‌্যাশ অথবা গায়ে চুলকানি দেখা দেয়। এরূপ অবস্থাতে মেরিনো জ্যাকেট হতে পারে ভালো অপশন। মেরিনো হলো ন্যাচারাল ফ্যাব্রিক যা সাধারণ উলের থেকে আলাদা। এতে কোন সিন্থেটিক মেশানো হয় না। ফলে র‌্যাশের আশঙ্কা নেই। এমব্রয়ডারি করা জ্যাকেটগুলো যেকোন পোশাকের সাথেই ভালো মানানসই।

সিম্পেল কিন্তু স্টাইলিশ এর মধ্যে টুইড জ্যাকেট হলো অন্যতম পোশাক। এই ধরণের জ্যাকেট জিনস-টপ কিংবা শাড়ির সঙ্গেও পরা যায়।

ফিরান হলো এমন একটি কাশ্মিরী পোশাক যা উষ্ণতার সাথে সাথে স্টাইলিশও। এটি দেখতে লম্বা পঞ্চোর মতো। এর গলায়, হাতের কব্জির কাছে সুতোর কাজ করা। পোশাকটি উলের বা শালের কাপড়েরও হয়।

শীতের সময় শাল ক্যারি করা একটু জটিল কাজ। তাই এর বিকল্প হতে পারে শাল কোট। যা শালের মতো বার বার কাঁধ থেকে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। এটি উষ্ণ রাখার পাশাপাশি স্টাইলিশ তকমাও দিবে।

পাঠকের মতামত: