কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শোক দিবসে উখিয়া উপজেলা প্রশাসনের কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি::

কক্সবাজারের উখিয়ায় ১৫ই আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে শুরু হবে দিবসের কর্মসূচি।

এরপর সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সভা শেষে, প্রাথমিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ পর্যালোচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

দুপুরে ১৯৭৫ এর ১৫ এ আগস্টে বঙ্গবন্ধু সহ নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় চলবে বিশেষ প্রার্থনা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ” যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সকলের অংশগ্রহণে গৃহীত কর্মসূচিগুলো পালন করা হবে”।

পাঠকের মতামত: