কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সন্তান প্রসবের ২ ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন ফাতেমা

অন্য ছাত্র-ছাত্রীরা যখন পড়ালেখা করছেন, ঠিক সেই সময়ে প্রসববেদনা নিয়ে হাসপাতলে ভর্তি হন ফাতেমা। সোমবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের জন্ম দেন তিনি। এরপর ৯টায় হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বাড়িতে নবজাতক সন্তানকে ঘরে রেখে সোজা পরীক্ষার হলে চলে যান।

সোমবার থেকে শুরু হয় এসএসসি পরীক্ষা। সকাল সাড়ে ১০টায় সন্তান প্রসবের দুই ঘণ্টা পর দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দেন ফাতেমা আক্তার (১৮)। পরীক্ষা শেষ হলে সাড়ে ১১টায় তার খালা তাকে বাড়িতে নিয়ে যান।

ফাতেমার খালা সাজেদা বেগম বলেন, সকাল ৮টার দিকে সন্তান প্রসবের পর ৯টায় হাসপাতালে জানিয়ে ছাড়পত্র নিই। এরপর বাড়িতে চলে যাই। নজাতককে বাড়িতে রেখে তাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসি। তার পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়নি।

পাঠকের মতামত: