কক্সবাজার, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

সন্দ্বীপে ১১ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়ন থেকে ১১ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সকালে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, এ ঘটনায় সন্দ্বীপ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আগামীকাল বুধবার তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১১ রোহিঙ্গার মধ্যে ছয়জন নারী, তিনজন শিশু ও দুইজন যুবক রয়েছেন। মঙ্গলবার সকালে রহমতপুর এলাকায় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। ভাসানচর থেকে দালালের মাধ্যমে জেলেদের ছোট নৌকায় সন্দ্বীপে এসেছেন রোহিঙ্গারা। চট্টগ্রাম হয়ে কক্সবাজারের টেকনাফ যাওয়ার উদ্দেশ ছিল তাদের।

পাঠকের মতামত: