কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে দালালসহ ২০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় দুই দালালসহ মালয়েশিয়াগামী ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উখিয়ার ইনানী উপকূল ও কুতুপালং চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার মর্জু জানান, দালালদের খপ্পরে পরে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে উখিয়ার ইনানী উপকূলীয় এলাকার বড়খাল নামক স্থান থেকে ১৪ জন ও কুতুপালংয়ে সড়কের চেকপোস্ট থেকে অপর ৬ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ১৬ জন নারী ও চারজন পুরুষ।

এসময় পাচারে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।আটক দুই দালাল হলেন- ইনানী এলাকার শোয়াইব ও দক্ষিণ নিদানিয়া এলাকার নুরুল আমিন।

আটক রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দুই দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: