কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সম্ভাব্যতা যাচাই ছাড়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে রাজি নয় জাতিসংঘ

রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার বিষয়ে ইউএনএইচসিআর এর আপত্তি থাকলেও রাজি ডব্লিউএফপি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্থাটি তাদের অনাপত্তির কথা জানিয়েছে। তবে জাতিসংঘের বাংলাদেশ প্রধান বলছেন, এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। এদিকে, নভেম্বরের শুরুতেই কিছু রোহিঙ্গাকে ভাসানচরে নিতে চায় সরকার।

২০১৭ সালের আগে-পরে মিলিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে ঠাঁই নিয়েছে, ১১ লাখের বেশি রোহিঙ্গা। এতে কক্সবাজারের পরিবেশগত ক্ষতির পাশাপাশি স্থানীয়দের সাথে প্রায়ই ঘটছে সংঘাত। এতে কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, সরকার। কিন্তু, রোহিঙ্গাদের অনিচ্ছা ও জাতিসংঘের আপত্তির কারণে, এখনও ঝুলে আছে বিষয়টি।  যদিও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, ইউএনএইচসিআর এর আপত্তি থাকলেও; রাজি আছে ডব্লিউএফপি।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী মিয়া সেপ্পো জানায়, ভাসানচরে স্থানান্তরে এখনও নিষেধ করেনি তারা। পরিবেশগত সম্ভব্যতা যাচাইয়ের পরই, পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী মাসের মধ্যে কিছু রোহিঙ্গাকে ভাষানচরে নিতে যেতে চায়, সরকার। সূত্র : চ্যানেল২৪

পাঠকের মতামত: