কক্সবাজার, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

সরকারের পাশাপাশি ব্যক্তিকেও বঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে: নাছির

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অসহায়, দুস্থদের সহায়তায় বর্তমান সরকার নানামুখী ভাতা প্রকল্প চালু করেছে| এখন বাংলাদেশে খালি গায়ের, খালি পায়ের, অভুক্ত মানুষ চোখে পড়ে না।

তিনি বলেছেন, এখন দেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পায়| দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণি, বিভিন্ন সমাজ হিতৈষী ব্যক্তি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এশিয়ান হাউজিং সোসাইটি সংলগ্ন পিএইচপি শো রুম চত্বরে শহীদ মাহফুজ স্মৃতি সংসদ আয়োজিত গরীব-দুঃখী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মো. জামাল উদ্দিন জামালের সভাপতিত্বে ও মো. ইরফানুল হক বাপ্পি, মিজানুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক দিদারুল আলম দিদার, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলম।

পাঠকের মতামত: