কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর সঙ্গে শুক্র বা শনিবারের ছুটি মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিসেবার ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে। মানুষের জীবিকা নির্বাহের স্বার্থে রিক্সা-ভ্যানসহ যানবাহন রেল-বাস পর্যায়ক্রমে চালু করা হবে।

এর আগে গত ২৩ মার্চ বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব ওই সময় বলেন, এই ১০ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবা চালু থাকবে।

জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে কাউকে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানান মন্ত্রিপরিষদ সচিব। এই ছুটির সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকার কথা জানিয়েছিলেন তিনি।

পাঠকের মতামত: