কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজার সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক মুখরিত

সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে পর্যটকের আগমন। সৈকতের সবকটি পয়েন্টই মুখর। বিশাল সাগরে অগণিত মানুষ। সবারই পথ সৈকতের বালুকাবেলা।

বালিয়াড়ি পাড়ি দিয়ে কেউ ছুটছেন নীল জলরাশিতে সমুদ্র স্নানে, কেউ ছুটছেন টিউব নিয়ে পানিতে গা ভাসাতে; আবার কেউ কেউ ছুটছেন জেড স্ক্রীতে করে সাগর ভ্রমণে।

পর্যটকরা কেউ এসেছেন দলবেঁধে, আবার কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে; আবার কেউ কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে পর্যটন মৌসুম। এখনো অব্যাহত রয়েছে চাপ। বেচা-বিক্রিও ভালো হচ্ছে বলে দাবি সৈকতের ব্যবসায়ীদের।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, সাপ্তাহিক ছুটির দিনে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা দেয়া হচ্ছে।

কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন দরিয়া নগর, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে।

পাঠকের মতামত: