কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাবেক জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন করোনা আক্রান্ত

ইমাম খাইর::

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক, বর্তমানে স্থানীয় সরকার বিভাগে কর্মরত মোঃ কামাল হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) আইইডিসিআরের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। কাশি জনিত সমস্যার কারণে বুধবার করোনা স্যাম্পল দিয়েছেন মো. কামাল হোসেন।
তবে, শারীরিকভাবে আপাতত ঝুঁকিমুক্ত বলে তিনি জানিয়েছেন।

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মো. কামাল হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মো. কামাল হোসেন ২০১৮ সালের ৪ মার্চ কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছিলেন। দীর্ঘ ৩৩ মাস দায়িত্ব পালন শেষে গত ৬ জানুয়ারি কক্সবাজার থেকে বিদায় নেন।

প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা (উপসচিব) মো. কামাল হোসেন কক্সবাজারে যথেষ্ট দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

বিশেষ করে, গত বছর করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনি খুবই কৌশলী ভূমিকা পালন করেছিলেন। চিরস্মরণীয় করে রাখার মতো কাজও করে গেছেন সাবেক ডিসি মো. কামাল হোসেন।

পাঠকের মতামত: