কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সিনহাকে গুলি করা অস্ত্রটি হেফাজতে নিয়েছে র‍্যাব

যে পিস্তলটি দিয়ে ইন্সপেক্টর লিয়াকত মেজর (অব.) সিনহা রাশেদকে গুলি করেছিলেন সেটি হেফাজতে নিয়েছে র‍্যাব। এতদিন সেটি জমা ছিল পুলিশ লাইনে।

মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ হত্যা মামলায় আটক এপিবিএনের ৩ সদস্যকে রিমান্ডে নিয়েছে র‍্যাব। এরা হলেন- এএসআই শাহজাহান এবং কনস্টেবল রাজিব ও আবদুল্লাহ।

বেলা পৌণে ১২টার  দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে হেফাজতে নেয় র‍্যাব। পরে এপিবিএনের এই তিন সদস্যকে সদর হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শেষে নিয়ে যাওয়া হয় র‍্যাব কার্যালয়ে।

গেলো ১৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন সদস্যদের আটক করে র‍্যাব। পরদিন আদালতে হাজির করা হলে ৭ দিনের  রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ অগাস্ট কক্সবাজারের হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করেন, সেখানে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনকে আসামি করা হয়।

পাঠকের মতামত: