কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সিনহা হত্যার এক মাস, দোয়া অনুষ্ঠানে যা বললেন মা

মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের আত্মত্যাগ বৃথা যাবে না। ছেলের মৃত্যুর এক মাস পূর্তিতে কান্না জড়িত কণ্ঠে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন মা নাসিমা আক্তার।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাওয়া কনভেনশন সেন্টারে রাওয়া ক্লাবের উদ্যোগে সিনহার আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এসময় কক্সবাজার মেরিন ড্রাইভের নামকরণ সিনহার নামে করার দাবি ওঠে।

সময়ের স্রোতে পেরিয়েছে একটি মাস। সন্তানহারা মায়ের হৃদয়ের রক্তক্ষরণ কখনো বন্ধ হওয়ার নয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর একমাসে দোয়া মাহফিলের আয়োজন করে রাওয়া ক্লাব। শুরুতেই প্রদর্শিত হয় সিনহাকে নিয়ে নির্মিত একটি শর্টফিল্ম।

শর্টফিল্মে উঠে আসে সিনহার শৈশব, কৈশোর, শিক্ষা ও কর্মজীবন। যেখানে সিনহার জীবনের গল্প তুলে ধরেন স্বজন, সহকর্মী ও শিক্ষকরা। এরপর ক্লাবের চেয়ারম্যান খন্দকার নুরুল আফসার বলেন, সময় লাগলেও ন্যায় বিচার পাবেন তারা।

পাঠকের মতামত: