কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সিনহা হত্যার তদন্তে গণশুনানিতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার রহস্য খুঁজে বের করতে টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রথম দিনের গণশুনানি কর্যক্রম শেষ হয়েছে। শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই গণশুনানি হয়।

রোববার সকাল ১০টা থেকে শুনানি হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে শুরু হয় ১১টায়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গণশুনানি করে। প্রথম দিনের শুনানিতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছে তদন্ত কমিটি।

২৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তারা। টেকনাফের শুনানিস্থলে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

পাঠকের মতামত: