কক্সবাজার, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

সিনহা হত্যায় জবানবন্দি দিচ্ছেন এপিবিএনের কনস্টেবল আব্দুল্লাহ

সিনহা রাশেদ হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন মামলার আসামি এপিবিএন সদস্য কনস্টেবল আব্দুল্লাহ।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এ মামলায় এপিবিএনের অপর দুই সদস্য হলেন, এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য সাতজন। বাকি তিনজন মামলার সাক্ষী।

গত ১৭ আগস্ট এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাদের জন্য নেয়া হয়। পরের দিন ১৮ আগস্ট এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পরে আদালতে তাদের ১০ দিনের আবেদন জানালে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পাঠকের মতামত: