কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সোমবার আরও ৫০ লাখ ভ্যাকসিন আসছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও ৫০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) দেশে করোনার ৫০ লাখ ভ্যাকসিন আসছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি  সম্পন্ন হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি পরীক্ষার বিষয়টি অনেক দিনের দাবি ছিল। আমরা এখন থেকে কিট দিয়ে অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দিচ্ছি।

এসময় ভ্যাকসিন দেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে কাউকে বাধ্য করা হবে না। টিকা নিতে অনেক ভিআইপি আগ্রহী আছেন। সময় মতো মন্ত্রী, সচিবরাও ভ্যাকসিন নেবেন।

ভ্যাকসিন গ্রহণে মানুষকে কীভাবে আশ্বস্ত করা হবে- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এ পর্যন্ত যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে রয়েছে, সেগুলোর বিষয়ে খোঁজ নিয়েছি। এসব ভ্যাকসিন থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়েছে। ভারত ও যুক্তরাজ্যে লাখ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। তাই এই ভ্যাকসিনের ট্রায়ালের প্রয়োজন নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় ভ্যাকসিন নিতে আগ্রহী ২৪ জনের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। সেখানে কাউকেই জোর করে দেয়া হবে না।

পাঠকের মতামত: