কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমার গান্ধী অ্যাওয়ার্ড প্রাপ্তিতে গণতন্ত্রী পার্টির শুভেচ্ছা

বিশিষ্ট সমাজকর্মী, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)’র চেয়ারম্যান জেসমিন প্রেমা সমাজকল্যাণ ও শান্তিতে অবদান রাখায় ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদের উদ্যোগে কলকাতায় মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড- ২০২০ প্রাপ্তিতে গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

১০ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলার জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্রী পার্টির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোল” শীর্ষক আলোচনা সভায় এই সম্বোধনা দেওয়া হয়।

গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এম.পি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক,সাবেক শিল্প মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি এস. কে শিকদার, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এড. এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অশোক ধর, প্রচার ও দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)’র চেয়ারম্যান, ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড- ২০২০ প্রাপ্ত জেসমিন প্রেমা, গণতন্ত্রী পার্টির ঢাকা মহানগর সভাপতি এড. এম.এ গনি, নজরুল ইসলাম, ইনসাব’র দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ প্রমুখ।

পাঠকের মতামত: