কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্মার্টফোন কিনতে ৪১,৫০১ জন শিক্ষার্থীকে ঋণ দিচ্ছে ইউজিসি

অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অস্বচ্ছল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (৪ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ, ড. মো. আবু তাহের যুক্ত ছিলেন।

পাঠকের মতামত: