কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

হিলি বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত

তাজ চৌধুরী,  দিনাজপুর ব্যুরো::
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারত কাস্টমস।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি জানান, হিলি বন্দরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারতের কাস্টমস একটি চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে পেঁয়াজের কোন ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি। তবে ভারত হিলিতে পাইপ লাইনে যে প্রায় দেড় শতাধিক পেয়াজ লোড নিয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় ট্রাক গুলো দাড়িয়ে আছে এ ব্যপারে আজ বিকেলে সীমান্তের জিরো পয়েন্টে দু দেশের ব্যবসায়ীদের বৈঠক বসার কথা রয়েছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে এবং মুল্যও বৃদ্ধি পেয়েছে। তাই দেশের বাজারে পেঁয়াজে দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকাল সোমবার প্রতিকেজি পেঁয়াজ প্রকার ভেদে ৩৫ থেকে ৩৬ টাকা বিক্রি হয়েছে। আর আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৭২ থেকে ৭৫ টাকা কেজি দরে। তবে বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারদের অভিযোগ বেশি দামে পেঁয়াজ বিক্রির আশায় অনেক আড়তদার তাদের আড়ত বন্ধ রেখেছেন।

পাঠকের মতামত: