কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

১৪ বছরে কতোবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসেছেন

২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী ৮ বার কক্সবাজার সফরে এসেছেন।

কখন কোথায় এসেছিলেনঃ

★ ২০১২ সালের অক্টোবরের ৮ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতার আগুনে পুড়ে যাওয়া রামুর বৌদ্ধ মন্দির পরিদর্শনে আসেন।

★ ২০১৩ সালের সেপ্টেম্বরের ৩ তারিখ রামুতে ক্ষতিগ্রস্ত রামুর ১২ টিসহ ২১ টি বৌদ্ধ বিহার সংস্কার ও পুনঃ নির্মান পরবর্তী উদ্বোধন ও উখিয়ায় আওয়ামীলীগের জনসভায় ভাষণ দেন।

★২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারী কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ও জনসভায় অংশগ্রহন করেন।

★ ২০১৫ সালের ০১ মার্চ রামু সেনানিবাসের ১০ পদাতিক বিগ্রেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

★২০১৬ সালের ১০ মার্চ রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং আওয়ামীলীগের জনসভায় ভাষণ দেন।

★ ২০১৭ সালের ৬ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের উদ্বোধন ও জনসভায় যোগ দেন।

★ ২০১৭ সালের ৬ মে উখিয়ার ইনানী তে মেরিন ড্রাইভ উদ্বোঊন এবং শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামীলীগের জনসভায় ভাষণ দেন।

★ ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালংএ বাংলাদেশে আশ্রন নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের দেখতে আসেন।

২০১৭ সালে একবছরে ৩ বার কক্সবাজার সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবমিলিয়ে গেলো ১৪ বছরে ৮ বার কক্সবাজার এসেছেন শেখ হাসিনা, এবারসহ ৯ বার হবে প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর।

পাঠকের মতামত: