কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর

৩ দিনের মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত বুধবার থেকে কলাপাড়ার উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৪২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে পটুয়াখালীতে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় নদী বন্দরকে ১ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পাঠকের মতামত: