কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি চট্টগ্রামে নালায় নিখোঁজ সেই ব্যবসায়ীর

নিখোঁজের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি চট্টগ্রাম নগরের মুরাদপুরে পা পিছলে নালায় নিখোঁজ হওয়া ব্যবসায়ী সালেহ আহমদের (৫০)। শুক্রবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ হাসানুল আলম। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা অভিযান চালিয়েছিলাম। রাতে অভিযান বন্ধ ছিল। তার কোনো খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে ওই ব্যবসায়ীর সন্ধানে অভিযান শুরু করেছি। আজ আমরা শমসেরপাড়া এলাকায় খাল ও নালায় উদ্ধার অভিযান চালাচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পাঁচলাইশের মুরাদপুর এলাকার আয়োজন রেস্টুরেন্টের সামনে পা পিছলে নালায় পড়ে যান তিনি। দুর্ঘটনাস্থল ওই নালায় কোনো স্ল্যাব ছিল না। বুধবার এ ঘটনার একটি ভিডিওচিত্র পাওয়া গেছে।

তাতে দেখা গেছে, ছালেহ আহমেদ নামের ওই ব্যবসায়ী একটি বাস থেকে নেমে নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ কোনো কারণে তিনি ভারসাম্য হারিয়ে পা পিছলে নালায় পড়ে যান। এ সময় এক লোক তাকে টেনে ধরতে হাত বাড়িয়েছিলেন কিন্তু ছালেহ আর উঠতে পারেন নি।

জানা গেছে, সালেহ আহমদ চকবাজারের কাঁচামালের ব্যবসা করতেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

পাঠকের মতামত: