কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

‘নো মাস্ক-নো সার্ভিস’ সিদ্ধান্ত বাস্তবায়ন করুন: সিনিয়র সচিব হেলালুদ্দীন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

নাগরিকদের বাইরে চলাফেরা, অফিস আদালতে গিয়ে সেবা নেওয়া সহ সবক্ষেত্রেই মাস্ক পরিহিত থেকে স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। যারা মাস্ক পরিধানবিহীন যেকোনো সরকারি বেসরকারি, আধা সরকারি সহ অন্যান্য সব ধরণের প্রতিষ্ঠানে সেবা নিতে যাবেন তাদেরকে সেবা না দিতে আহবান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও কক্সবাজার জেলায় কোভিড-১৯ সংক্রামন প্রতিরোধে সার্বিক সমন্বয়কারীর দায়িত্বরত হেলালুদ্দীন আহমদ।

মাস্ক পরিধানের গুরুত্ব ও এ বিষয়ে গণসচেতনতা গড়ে তুলতে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালাতেও অনুরোধ জানিয়েছেন। সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন ‘নো মাস্ক-নো সার্ভিস’ শ্লোগান টি নাগরিকদের উপলব্ধি করাতে পারলে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলায় আরো অনেক সফলতা আসবে।

পাঠকের মতামত: