কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে মাস্ক ছাড়া ঘুরাঘুরি: দিতে হলো জরিমানা

সাইফুল ইসলাম::

কক্সবাজার সমুদ্র সৈকতে মাস্ক পরিধান ও সব ধরণের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তৎপর রয়েছে জেলা প্রশাসন ।

বিশ্ব মহামারি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১আগস্ট) বিকেলের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক না পরে সৈকতে ঘোরাঘুরি করার অপরাধে ১৪-১৫ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান উখিয়া বার্তাকে বলেন, স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরার দায়ে ১৪-১৫ স্থানীয় ও পর্যটককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব ব্যবসায়ীদের বলা হয়েছে স্বাস্থ্যবিধি অমান্য করলে সেবা নিশ্চিত না করতে। একই সাথে সকল ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: