কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

উখিয়ায় ‘গ্রীন লাইফ’ প্রকল্পের বৃক্ষরোপন কর্মসূচী

মাহমুদুল হক বাবুল, উখিয়া::

উখিয়ায় আরণ্যক ফাউন্ডেশন কতৃক বাস্তবায়নাধীন গ্রীণ লাইফ প্রকল্প বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী উপজেলা পরিষদ চত্বর ও উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বৃক্ষরোপনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম শুরু করেন। আরণ্যক ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক ড. ফরিদ উদ্দিন আহমদ জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারাদেশ ব্যাপী প্রায় এক কোটি বৃক্ষরোপনের ধারাবাহিকতায় এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। সপ্তাহ ব্যাপী এ প্রকল্পের আওতায় বিভিন্ন সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে।

উপজেলায় বিপন্ন প্রকৃতি সংরক্ষণ ও জ্বালানী কাঠের জন্য বনের উপর স্থানীয় জনসাধারণের নির্ভরশীলতা হ্রাস করার জন্য এ প্রকল্পের উদ্দেশ্য বলে তিনি ব্যক্ত করেন। বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন. গ্রীন লাইফ প্রকল্প পরিচালক ড. আব্দুল কুদ্দুস, গ্রীন লাইফ প্রকল্পের সমন্বয়ক মাহবুবুর রহমান, বৃক্ষ রোপন কর্মসূচীর আহ্বায়ক কৃষ্ণ কুমার গুপ্ত, কায়সার আলী, বন বিভাগসহ সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকতার্বৃন্দ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন।

পাঠকের মতামত: