কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৮

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মুখে মাছ ধরার ট্রলার ও সেন্টমার্টিনগামী স্পিডবোটের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ ও আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে ওই উপজেলার কায়ুকখালী পাড়া সংলগ্ন নাফনদীর খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেন্টমার্টিন পশ্চিম পাড়ার আব্দুল গফুর প্রকাশ বাইট্টার স্ত্রী রশিদা বেগম, আব্দুল জলিলের স্ত্রী মেহেরুন নেছা। আহতরা হলেন- নোমান, মামুন, মো. আমিন, জাহানারা বেগম, সোহেল, মমতাজ বেগম, স্পিডবোটের চালক কায়সার। নিঁখোজ শিশু সুমাইয়া সেন্টমার্টিন পশ্চিম পাড়ার মো. আয়েছের মেয়ে।

টেকনাফ সদর বিওপি বিজিবির চৌকির সুবেদার মো. আব্দুর রাজ্জাক বলেন, নাফনদীর মুখে সেন্টমার্টিনগামী স্পিডবোটটি বিপরীতমুখী মাছ ধরার ট্রলারে ধাক্কা দেয়। এতে স্পিডবোট উল্টে ১০ জন আহত হন। তাদের হাসপাতালে নেয়ার সময় দুই নারীর মৃত্যু হয়। এছাড়া এক শিশুর খোঁজ পাওয়া যায়নি।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ বলেন, সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে শিশু সুমাইয়ার সন্ধান পাওয়া যায়নি। বেগম বাহার নামে আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটিও ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: