কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা আদায়

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::

কক্সবাজারের উখিয়ায় সরকারের নির্ধারিত দামের চেয়ে কাঁচা বাজার ও মোদির দোকানে বেশি দামে বিক্রির দায়ে উখিয়ার ৪ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ৩টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত উখিয়া বাজারে অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহেছান খাঁন।

এ সময় বাজারের দুইটি কাঁচা তরকারির দোকান, একটি মোদির দোকান, একটি ডিলার দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহেছান খাঁন জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় ওই চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: