কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় ‘বিসিএস’ ক্যাডারের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

একজন দেশপ্রেমিক ও শিক্ষক উখিয়ার কৃতি সন্তান, ২৮ তম বিসিএস ক‍্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী ও গাছবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর আহমেদ উপর মাদক কারবারি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে৷

উখিয়া পালংখালী ইউনিয়ন অধিকার বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে দ্রুত আসামিদের শনাক্তপূর্বক গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান বক্তরা৷

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টার সময় পালংখালী ইউনিয়নের থাইংখালী ষ্টেশন প্রাঙ্গনে রিদওয়ানুল আজিজের সঞ্চালণায় পালংখালী ইউনিয়ন অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিঃ রবিউল হোসাইন এর সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়৷

অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও ব‍্যবসায়ী এড. এম এ মালেক, সিনিয়র যুগ্ম আহবায়ক তাহিজুল আক্তার জুয়েল,বক্তব্য রাখেন সদস্য সচিব আব্দুল গফুর নান্নু, কামাল হোসেন, আনোয়ার হোসেন, নুরুল কবির রানা, জসীম উদ্দিন, নুরুল আবছার সাজুসহ প্রমূক।

উল্লেখ্য যে, গত (১৭ অক্টোবর) শনিবার রাতে এলাকার চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীরের নেতৃত্বে এ হামলার শিকার হন অধ্যাপক মোজাফফর আহমেদ৷

পাঠকের মতামত: