কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় সংবাদ সম্মেলনে এম.এ মনজুর আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক ভাবে হেয় করার চেষ্টা

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে রাজা শাহ আলমের জন্য রোহিঙ্গাদের দোয়া কামনার
ঘটনায় নিয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে পালংখালী ইউনিয়ন
আ’লীগ সভাপতি এম.এ মনজুর বলেছেন, তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক,
রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছাড়াও উপজেলার সবোর্চ্চ ধমর্ীয় শিক্ষা
প্রতিষ্ঠান ফারিরবিল আলীম মাদ্রাসার গর্ভনিং বডির নিবার্চিত সভাপতি।

তাছাড়া পালংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালংখালী ব্যবসায়ীক সমিতি, পালংখালী সিএনজি
সমিতির উপদেষ্টা হিসেবে সক্রিয় ভাবে জড়িত থেকে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে অভূত
পূর্বক ভূমিকা রেখে আসছেন। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পের একটি অনাকাংঙ্খিত
ঘটনা নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে সমাজে হেয় প্রতিপন্ন করা নিছক প্রতিপক্ষের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবী করছে। আমি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদিওবা রোহিঙ্গা বেষ্টিত নাগরিক জীবন নিয়ে আমাকে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে চলতে হচ্ছে।
জেলার প্রখ্যাত রাজনীতিবিদ রাজা শাহ আলমের সাথে আমার কোন ধরনের বৈরিতা ছিল না।
এমন পরিস্থিতিতে আমার উপর চড়াও হয়ে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে পারিবারিক,
সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করাটা প্রতিপক্ষের গোচানো ষড়যন্ত্র বলে দাবী
করছি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পবিত্র খতমে কোরআন খানি পড়েছেন রোহিঙ্গারা,
দায়ভার বহন করতে হচ্ছে আমাকে, এ কেমন বিচার? আমি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে
বলতে চাই আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমার শাস্তি হউক। আর যদি অপরাধ না করেও
আমাকে হেনস্তা করা হয় তাহলে তাদের বিচার মহান সৃষ্টিকর্তাই করবেন আমিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পালংখালী আ’লীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, মোহাম্মদ
ইসলাম, ফজল করিম সিকদার, শফিউল্লাহ তুহিন প্রমুখ।

পাঠকের মতামত: