কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাড়ে ১৯ হাজার ইয়াবা নিয়ে রোহিঙ্গা যুবক চট্টগ্রামে আটক

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৯,৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো.মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং মোড় এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে হারুন ষ্টোর নামক দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন র‌্যাব সদস্যরা আসামি মোঃ জহির (৩০), পিতা- মোঃ ইউসুফ, কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-উ-৪ (মানু মাঝির এলাকা), থানা- উখিয়া, জেলা- কক্সবাজার বর্তমান ঠিকানা সাং- হরিণতোয়া, ১নং ওয়ার্ড উত্তর ছদাহ, ১৫নং ছদাহ ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করে।

পরবর্তীতে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে আসামির হাতে থাকা প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে ১৯,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারকরা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। এ এস পি মাহমুদুল হাসান মামুন, আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

পাঠকের মতামত: