কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বান্দরবানে মুসল্লিদের ঐতিহাসিক বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি: ফ্রান্সে বিশ্বনবীকে ব্যঙ্গ করে ইসলাম অবমাননার প্রতিবাদে বান্দরবানে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী নেতৃবর্গ, ব্যবসায়ী, ছাত্র-যুবসমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

শহরের ট্রাফিক মোড় এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- বান্দরবান কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহেসানুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলাউদ্দিন আল ইমামী। সমাবেশে জেলার শীর্ষ এই দুই আলেম, ফরাসী পণ্য বর্জন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদ জানানোর দাবী জানান। অন্যথায় আরো বড় কর্মসূচী হাতে নেওয়ার ঘোষণা দেন। এসময় বান্দরবানে ঐতিহাসিক বিক্ষোভে সমবেত হওয়ায় মুসল্লিদের ধন্যবাদ জানান তারা। এরআগে, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে মুসল্লিরা শহরের ট্রাফিক মোড় এলাকায় মিলিত হয়। পরে সমবেত মুসল্লিরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় স্লোগান ও নানা প্লেকার্ড প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। মিছিল শেষে ট্রাফিক মোড় এলাকায় ফরাসী প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা।

পাঠকের মতামত: