কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নানা আয়োজনে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাপক আয়োজন নানা কর্মসুচির মধ্য দিযে নাইক্ষ্যংছড়ি থানার উদ্বেগে স্বাস্থ্য বিধি মনে কমিউনিটি পুরিশিং ডে-২০২০ পালিত। “মুজিবর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি থানায় ও কমিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি উত্তর আলোচনা এক সভা

শনিবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের আয়োজনে থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা’র চত্বরে এক আলোচনা সভা ও অনুষ্ঠানে মিলিত হয়। এতে নাইক্ষ্যংছড়ি থানা

অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেনের সভাপতিত্বে করেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। তিনি বলেন,
সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে এবং ন্যায় পরায়নতার সাথে কাজ করতে হবে। সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়তে হবে।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা অাব্দুল সত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

নাইক্ষ্যংছড়ি স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা অাবু জাফর মো: সেলিম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন সিকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন হাবীব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এস,অাই নুরুল ইসলাম, এসঅাই জাফর ইকবাল চৌধুরী,

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ সভাপতি অাব্দুল হামিদ,সাধারণ সম্পাদক ভা: জাহাঙ্গীর অালম কাজল, অর্থ সম্পাদক অামিনুল ইসলাম( অামিন) দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল অাবদ্দীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমু, ঘুমধুম ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ডা: মো; শাহজাহান, সোনাইছড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো: বশির,বাইশারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আবু জাফর প্রমূখ।

এ ছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য ও পুলিশ সদস্য এবং সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

পাঠকের মতামত: