কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

উখিয়ায় প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বিশেষ প্রতিনিধি::

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী “প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর ফাইনাল খেলা ৩১ অক্টোবর বিকাল ৪ টায় থাইংখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।খেলায় অধিনায়ক জাবেদের নেতৃত্বে শেখ রাসেল বাঁচাই একাদশ বনাম অধিনায়ক সুলতান আহমদের নেতৃত্বে মায়ের দোয়া বাঁচাই একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।দ্ধিতীয়ার্ধে মাঠে নেমেও গোলের দেখা মেলেনি।

ফলে ট্রাইবেকারে মায়ের দোয়া বাঁচাই একাদশ ২-১ গোলে শেখ রাসেল বাঁচাই একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

খেলা দাতা ও অনুষ্ঠানের সভাপতি এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম.এ মঞ্জুর, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, এড.আবদুল মালেক, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদূর রহিম,কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, পালংখালী ইউপির মেম্বার মোজাফফর আহমদ, উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু, উখিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, কৃষকলীগ নেতা আবদুর রহিম, নুরুল আকতার শিকদার, উখিয়ার সংবাদকর্মী শফিক আজাদ, শ.ম.গফুর,
প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দল এবং বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এবং মকবুল হোসেন মিথুন।

খেলা পরিচালনায় ছিলেন কক্সবাজার ক্রীড়া সংস্থার রেফারি আবুল কাশেম কুতুবী,তাকে সহযোগিতা করেন সহকারী শফিউল আলম,সিরাজুল হক,রোস্তম আলী।
উপস্থিত ছিলেন থাইংখালী খেলোয়াড় সমিতির মোজাম্মেল হক, জয়নাল আবেদিন, আলাউদ্দিন শিকদার, নোমান খান।

পাঠকের মতামত: