কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পায়ুপথে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করছে রোহিঙ্গারা

কক্সবাজারের ক্যাম্প থেকে বেরিয়ে ইয়াবা কারবারে জড়াচ্ছে রোহিঙ্গারা। পায়ুপথে ইয়াবা এনে বিক্রি করছে ঢাকায়। সম্প্রতি রাজধানীর ভাটারা থেকে দুই রোহিঙ্গা আটকের পর মিলেছে এমন তথ্য। এ ঘটনার পর পুরো চক্রটির খোঁজে পুলিশ।

‘টেকনাফ থেকে রাজধানীর কুড়িলে ঢুকছে মাদকের চালান’- এমন তথ্যে অভিযানে নামে পুলিশ। আটকও করা হয় সন্দেহভাজন চারজনকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা। তবে চালানে তথ্যের সাথে বাস্তবতার মিল না পাওয়ায় সন্দেহের দানাবাধে পুলিশের মনে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, মাদকের চালান বহনকারী চারজনের দু’জন রোহিঙ্গা যুবক।

সন্দেহ দূর করতে একপর্যায়ে দুই রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, করা হয় এক্সরে। তখনই মেলে পিলেচমকে ওঠার মতো আরও তথ্য। বিপুল পরিমানের ইয়াবার অস্তিত্ব মেলে তাদের পেটে। একে একে বের করা হয়, ছয় হাজার সাত শত পিস ইয়াবা। চিকিৎসক জানান, পায়ুপথ দিয়ে এসব ইয়াবা শরীরে প্রবেশ করায় তারা।

পুলিশ বলছে, রোহিঙ্গা যুবকদের ইয়াবা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে চক্রটি। রাজধানীতে এ মাদকের চালান গ্রহণকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।

পাঠকের মতামত: