কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়া থেকে আরও ১৭১৬ রোহিঙ্গা চট্টগ্রামের পথে

নিজস্ব প্রতিবেদক::

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের ষষ্ঠ দফার দ্বিতীয় দিনে কক্সবাজারের উখিয়া থেকে ১৭১৬ জন রোহিঙ্গা চট্টগ্রামের পথে রওনা হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) ৩৩টি বাসে করে তারা চট্টগ্রামের পথে রওনা হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান।

তিনি জানান, আজ বুধবার দুপুর ১২টায় ১৭টি বাসে করে ৮৮৩ জন ও দুপুর ২টায় ১৬টি বাসে করে ৮৩৩ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেছে। এসব রোহিঙ্গা আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগর পথে ভাসানচরে রওনা দেবেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ও বিকেলে ৪৭টি বাসে মোট ২ হাজার ৪৯৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে পৌঁছান। বুধবার (৩১ মার্চ) বিকালে এসব রোহিঙ্গা নোয়াখালীর ভাসান চরে পৌঁছেছেন।

সূত্র জানায়, ষষ্ঠ দফায় ভাসানচরের পথে রওনা হওয়া রোহিঙ্গারা রাতে চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে পৌঁছাবেন। সেখান থেকে আগামীকাল (১ এপ্রিল) সকালে বাংলাদেশ নৌবাহিনীর তত্বাবধানে জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক ধাপে এখন পর্যন্ত ভাসান চরে গেছে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা।

পাঠকের মতামত: