কক্সবাজার, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মারা গেছে দোকানে থাকা তিনজন রোহিঙ্গা।

জানা গেছ, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। কি কারণে আগুন লেগেছে তদন্তের পর জানা যাবে বলে উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ এমদাদ জানিয়েছেন। আগুনে কুতুপালং রোহিঙ্গা বাজারের ১০ টি দোকান ভস্মীভূত হয়েছে। ভস্মীভূত হওয়ার দোকানগুলোতে কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।আগুনের ভয়াবহতায় দোকান গুলো পুড়ে ছাই হয়ে গেছে ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তিনটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পুড়ে যাওয়া লাশের তিনজনেই রোহিঙ্গা, তারা দোকানের ভিতর ঘুমিয়ে ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন আনসারুল্লাহ, আয়াজ ও ফয়জুর রহমান।
উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ এমদাদ জানিয়েছেন, আগুন লাগার সংবাদটি আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টার চেষ্টায় নিয়ে আসি৷

পাঠকের মতামত: