কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পের লোকালয়ে বন্যহাতি: বনে ফেরানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক::

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে দলছুট হওয়া একটি বন্যহাতিকে বিচরণ করতে দেখা গেছে। হাতিটি দেখতে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা।

মঙ্গলবার সকালের দিকে থাইংখালীর গাইনিখোলা এলাকার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় হাতিটি দেখতে পায় স্থানীয় ও রোহিঙ্গারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো হাতিটি স্থান পরিবর্তন করতে পারেনি।

এদিকে সকালে খবর পেয়ে উখিয়া উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সহকারি বন কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, সকাল থেকেই বনবিভাগের কর্মীরা দিনভর হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শী জানান, সোমবার রাতে বন্যহাতির পাঁচ-ছয়জনের একটি পাল লোকালয়ের কাছাকাছি ঘুরতে এসেছিল। তারা ধারণা করছেন পালটি থেকে দলচ্যুত হয়ে থেকে গেছে এই বন্যহাতি।

বনভূমির পরিমাণ কমায় খাবার সন্ধানে বন্যহাতিরা লোকালয়ে প্রতিনিয়ত আসছে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।

পাঠকের মতামত: