কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা ডটকম::

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) অভিযান চালিয়ে ৯ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ এক রােহিঙ্গা মাদক কারবারী আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুর ১ টায় বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানার সামনে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি বালুখালী রোহিঙ্গা শিবিরে ক্যাম্প- ১১ ব্লক-এ.৯ এর মৃত সৈয়দুল্লাহর পুত্র আসামী শরিফ হােসেন(৪২)৷
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারী উখিয়ার পালংখালীর বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানার পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে৷ এমতাবস্থায় র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এসময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক কারবারিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: