কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

আফগান সরকারের একাধিক ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করলো গুগল

আফগান সরকারের বিভিন্ন ইমেইল অ্যাকাউন্ট অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে গুগল। তবে ঠিক কতটি অ্যাকাউন্ট লক করা হয়েছে তা জানানো হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, আফগান সরকারের সাবেক কর্মকর্তা এবং আন্তর্জাতিক অংশীদারদের ডিজিটাল পেপার ট্রেইল নিয়ে ভয় ছিল। আফগানিস্তান বর্তমানে তালেবানের দখলে থাকায় বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে তারা এসব কর্মকর্তাদের খুঁজে বের করতে পারবে। ইতোমধ্যেই এসব তথ্য নিয়ে তালেবান ঘাঁটাঘাটি শুরু করেছে বলেও জানা গেছে।

তবে শুক্রবার গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন এসব ইমেইল অ্যাকাউন্ট লক করে দেয়া হয়েছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ওপর এই জায়ান্ট টেক কোম্পানির নজর আছে বলেও জানানো হয়েছে।

আফগানিস্তানের দখল তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকেই উদ্বেগ বাড়ছে নানা ক্ষেত্রে। এরই মধ্যে দেশটির আর্থিক অবকাঠামো নড়বড়ে হতে শুরু করেছে। মানবাধিকার বিশেষ করে নারী শিক্ষা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে পানশিরে তালেবানের সঙ্গে তুুমুল লড়াই চলছে বিরোধী দলের। উভয় পক্ষই এই অঞ্চল দখলের দাবি করছে। গোটা আফগানিস্তানে আধিপত্য বিস্তার করতে পারলেও পানশির এখনো তালেবানের নাগালের বাইরে।

পাঠকের মতামত: